লালপুর (নাটোর) প্রতিনিধি: সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় নাটোরের লালপুরে ১০ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার উপজেলার গোপালপুর, লালপুর এবং আব্দুলপুর বাজারের পৃথক অভিজানে এ জরিমানা করেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। উল্লেখ্য সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা দোকানের কিছু অংশ খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। পুলিশ বা সেনাবাহিনীর গাড়ি আসা মাত্রই তারা আবার তা বন্ধ করে দিচ্ছেন। এতে করে সামাজিক দূরত্ব মনে হচ্ছে না এবং করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেতে পারে।
নিয়মিত এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।