লালপুর প্রতিনিধি: রোববার নাটোর লালপুর উপজেলার বিলমাড়ীয়ায় স্ত্রী আত্মহত্যা করলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন করে আত্মহত্যার প্ররচনার অভিযোগে গৃহবধূর স্বামী হাসান আলী (২৬) কে আটক করে জেল-হাজতে প্রেরণ করেছে লালপুর থানা পুলিশ। সে উপজেলার দিয়াড় শংকরপুর গ্রামের কেরামত আলী কেরুর ছেলে।
নিহতের ভাই মকিম উদ্দিন জানান, চার বছর পূর্বে হাসান আলীর সাথে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত শাহবাজ মন্ডলের মেয়ে শাহানাজ (২২) নামের সাথে বিয়ে হয়। বিয়ের পরে প্রথম দিকে তাদের সংসার সুখের ছিল। পরে হাসান জনৈক মহিলার সহিত পরকীয়ায় পড়লে শাহানাজকে মাঝে মধ্যেই অত্যাচার, নির্যাতন করে আসছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শাহানাজ স্বামীর বাড়ীর ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় জানাজানি হলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে রবিবার নাটোর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন জানান, এ ব্যাপারে আত্মহত্যার প্ররোচনামূলক একটি মামলা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ