লালপুর প্রতিনিধি: নাটেরের লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় পত্রিকার লালপুর প্রতিনিধি ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম তিব্বতের পিতা নর্থ বেঙ্গল সুগার মিলের অবসর প্রাপ্ত প্যান ইনচার্জ শামসুল ইসলাম (৭৮) ৬ জুন বুধবার বেলা ১১ টার সময় বার্ধক্যজনিত কারনে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যু কালে তিনি দুই স্ত্রী ৫ পুত্র, ৪ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল ৫.৩০ মিনিটে রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে বালিতিতা সন্তোষপুর কবর স্থানে মহুমের দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম-সম্পাদক এ কে আজাদ সেন্টু, ,দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি, বিশিষ্ট সাংবাদিক, যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম লিটন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ