লালপুর (নাটোর) প্রতিনিধি :জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ (১৮ -২৪ জুলাই) উপলক্ষে সপ্তাহ ব্যাপি তাদের কার্যক্রম তুলে ধরতে সংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে লালপুর উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মোঃ আসাদুল্লাহ। বুধবার বেলা ১১ টার সময় উপজেলা মৎস্য অফিসে এ মত বিনিময়সভা করা হয়।
সম্মেলনে মৎস্য কর্মকর্তা ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ৪৫ লক্ষ মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক একেআজাদ সেন্টু,মোজাম্মেল হক, মাজহারুল ইসলাম লিটন, এমএ রায়হান,এহসানুল করিম তুহিন,মাজহারুল ইসলাম তিব্বত,রবিন,জামিল,বাবর, আশিক প্রমূখ।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।