লালপুর প্রতিনিধিঃ রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে রেলগাড়ির ইঞ্জিন থেকে চুরি করা ১ হাজার ৩ শ ৮০ লিটার ডিজেল, ৭টি মোবাইল ও সিম কার্ড এবং নগদ ৪ হাজার ৩ শত ৪৫ টাকা সহ চুরি সিন্ডিকেটের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলো লালপুর উপজেলার গোসাইপুর গ্রামের জমশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৬), আব্দুস সাত্তারের ছেলে মিশানুর (৩৮), পূর্ব গোসাইপুর গ্রামের আকবর আলীর ছেলে শাহেদ আলী (২৪), গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের পলান উদ্দিনের ছেলে খাদেম আলী (২৫) ও পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আকবর বাড়ী গ্রামের শাহাদত হোসেনের ছেলে আক্কাস আলী লাল্টু (৩২)।
র্যাব-৫ নাটোরের মেজর শিবলী মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে আব্দুলপুর রেলওয়ে জংশনে বিভিন্ন রেলগাড়ির ইঞ্জিন থেকে তেল চুরি করে আসছে একটি চক্র। সংশ্লিষ্ট রেলগাড়ির চালক,নিরাপত্তা বাহিনী, স্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় প্রভাবশালিদের সহযোগিতায় প্রতিদিন এ চক্রটি অন্তত দুই হাজার লিটার তেল চুরি করে আসছে। তিনি আরো জানান জিঙ্গাসাবাদে স্থানীয় জসিম ও রেজাউলের নেতৃত্বে তেল চুরি ও বিক্রি করে বলে দাবি করেছে আটককৃতরা ।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ