লালপুর প্রতিনিধিঃ মঙ্গলবার (০১ মে) নাটোরের লালপুরে লালপুর উপজেলা প্রশাসন, লালপুর উপজেলা আওয়ামীলীগ, নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯ টায় লালপুর উপজেলা আওয়ামীলীগ, ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি, লালপুর ট্রাক চালক সমবায় সমিতি, সিএনজি মালিক সমিতি যৌথভাবে লালপুর ত্রিমোহনীতে বর্ণাঢ্য র্যালী, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা করে।
লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, নিরবতা পালন, বিশেষ দোয়া ও বর্ণাঢ্য র্যালী করা হয়।
পৃথক পৃথক এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী,সদস্য ফিরোজ আল হক ভুইয়া প্রমুখ। এছাড়া নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন পৃথকভাবে গোপালপুর শহীদ মিনার চত্তরে আলোচনাসভা করে। এসময় অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সিবিএ সভাপতি,সম্পাদকসহ সকল সিবিএ নেতা ও শ্রমিক-কর্মচারী বৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ