লালপুর প্রতিনিধিঃ মঙ্গলবার নাটোরের লালপুরে যথা যোগ্য মর্যদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। লালপুর উপজেলা প্রশাসন, লালপুর উপজেলা আওয়ামীলীগ,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক র্যালি, আলোচনাসভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিবসটি পালন করে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে র্যালি বের হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী,সদস্য ফিরোজ আলহক ভুইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার গোপালপুরে র্যালি বের করে উপজেলা আওয়ামীলীগ। র্যালিটি বিভিন্ন সড়ক প্রক্ষিন করে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে (কড়ই তলা) উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবুর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, আব্দুস সাত্তার হিরু, জেলা আওয়ামীলীগের সদস্য বাবুল আকতার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও নাটোর জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, সাধারন সম্পাদক আবদুল্লাহেল শাফি টুকু,ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আবু বক্কর সিদ্দিক পলাশ, আব্দুল হান্নান, আনিছুর রহমান, কৃষকলীগ সাধারন সম্পাদক বাবুল আকতার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক খালিদ হোসেন সরল, ছাত্রলীগ সাধারন সম্পাদক সজিব রানা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে লালপুর উপজেলা আওয়ামীলীগ, গোপালপুর পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ