1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে মোটরসাইকেল দূর্ঘনায় যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

লালপুরে মোটরসাইকেল দূর্ঘনায় যুবক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মারচ, ২০২৫

লালপুর (নাটোর)প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মাইদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় সবুজ নামের আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৮মার্চ) সন্ধার দিকে লালপুর্ উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাইদুল ইসলাম উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মোঃ ইউনুস আলীর ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি হিসাবে কর্মরত ছিলেন এবং আহত সবুজ একই গ্রামের মহোসিন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,বিকেলে মাইদুল ও সবুজ মোটরসাইকেল যোগে আরামবাড়িয়া বাজারথেকে ঈদের কেনাকাটা সেরে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক দিয়ে বাড়ি ফেরার পথে গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা সাদা রঙ্গের (ঢাকা মেট্রো-গ ৩৯-১৪৩৬) দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এ ঘটনায় তারা মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মািইদুলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে পৌছানোর কিছু দুর আগেই তার মৃত্যু হয়। আহত সবুজ লালপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান বিকেলে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। পরে মাইদুল নামের একজনকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST