1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে মেলায় গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

লালপুরে মেলায় গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নাটোরের লালপুরে মনষা পূজার মেলায় গিয়ে মোটরসাইকেল গ্যারেজে রাখাকে কেন্দ্র করে নাজমুল হোসেন (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার নান্দরায়পুর গ্রামের বটতলায় এই ঘটনা ঘটে। সে একই গ্রামের আজিজ হোসেনের ছেলে এবং পেশায় কসমেটিক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়,নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে নান্দরায়পুরের বটতলা এলাকার মনষা পূজার মেলা দেখতে যান। মেলায় জিয়ার মোটর সাইকেল গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় গ্যারেজের কর্মচারীরা নাজমুলকে মোটর সাইকেল গ্যারেজ করতে বলে। এনিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় গ্যারেজ মালিক জিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন নাজমুলের সাথে তর্ক শুরু করে। তর্ক-বিতর্কের এক পর্যায়ে জিয়ার হাতে থাকা চাকু দিয়ে নাজমুলকে আঘাত করে। এতে নাজমুল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে নাজমুলের আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই গ্যারেজ মালিক জিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team