লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রয়ের অপরাধে বিক্রেতা সাইফুল কসাই কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি এর ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজারে এই ঘটনা ঘটে। সাইফুল কসাই উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত রুস্তুম সরকারের পুত্র।
জানা যায়, ওয়ালিয়া বাজারে সন্ধ্যায় সাইফুল কসাই মৃত গরু জবাই করে মাংস বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৫ কেজি মাংস জব্দ করেন এবং বিক্রেতা সাইফুল ইসলাম কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪ ধারা পাঁচ হাজার টাকা জরিমান করেন। এ সময় প্রাণী সম্পাদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আনিছুর রহমান, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নজরুল ইসলাম সহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ