লালপুর (নাটোর) প্রতিনিধি: সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২০) সকালে লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের আয়োজনে লালপুর ত্রিমোহিনী চত্ত¡রে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বয়েতুল্লাহ, বজলুর রহমান, আব্দুর রহিম, আজাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের উপদেষ্টা গোলাম কাউছার, সভাপতি মনিরুজ্জামান মাসুম, সহ সভাপতি উসমান গনি পিপুল, সুজন প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানান।
খবর২৪ঘন্টা/নই