লালপুর (নাটোর) প্রতিনিধি: ভেজাল গুড় তৈরীর অভিযোগে নাটোরের লালপুর উপজেলার রহিমপুর ও উধনপাড়া গ্রামের পাঁচ কারখানা মালিকদের মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি এর ভ্রাম্যমান আদালত। এসময় ভেজাল গুড়,আট,চিনি সহ বিভিন সরঞ্জাম জব্দ করে র্যাব।
বুধবার সকালে র্যাব-৫ এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি আজমল হোসেন জানান, তার নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল ওই দুটি গ্রামের পাঁচটি ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালিয়ে রহিমপুর গ্রামের রবিউল ইসলাম (২০), রুবেল (২২), মানিক (৩৫), পিটন আলী (২৬) ও উধনপাড়া গ্রামের মোজাম্মেল হককে আটক করে। এসময় ২৯০০ কেজি
চিনি, ৬৬৬ কেজি ময়দা ১৯৮০ কেজি ভেজাল গুড়, এবং ক্ষতিকারক রং ও রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত রবিউল ইসলাম, রুবেল,মানিক,পিটন আলীকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে এবং মোজাম্মেল হককে এক লক্ষ টাকা জরিমানা করেন। জব্দকৃত চিনি ও আটা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় প্রদান করা হয় এবং গুড় ও রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন