লালপুর(নাটোর) প্রতিনিধিঃ“মুজিব বর্ষের অঙ্গিকার-সুরক্ষিত ভোক্তা অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২০’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালপুর উপজেলা শাখার উদ্যোগে রোববার ( ১৫ মার্চ ) বিকেলে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সমবায় কর্মকর্তা আদম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, দৈনিক ইত্তেফাকের লালপুর সংবাদদাতা প্রভাষক মোজাম্মেল হক, দৈনিক যায়যায়দিনের লালপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
খবর২৪ঘন্টা/নই