লালপুর (নাটোর) প্রতিনিধি: শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ, শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামীলীগ মানেই উন্নয়ন। নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে চরজাজিরা ও দিয়াড়সংকর গ্রামে এই প্রথম ৩শ ৫৪ পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন কালে নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল একথা বলেন।
সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের চরজাজিরা ও দিয়াড়সংকর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি ওয়াশছেক আলী সোনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার (অ: দা:) আব্দুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনায় ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার সম্পাদক আনিসুজ্জামান বাবু, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, লালপুর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মুর্শেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান রিপন, তত্ত্ববধায়নে ছিলেন মানোয়ার হোসেন নান্টু। এছাড়াও চরাঞ্চলে বসবাসরত নারী-পুরুষ, পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুটি গ্রামে নির্মিত লাইনের পরিমান ১০.৯৫৬ কি.মি, ব্যয় ১ কোটি ৭৫ লক্ষ২৯ হাজার ৬০০ টাকা, বিদ্যুতায়িত গ্রহকের সংখ্যা ৩শ ৫৪ জন। বিদ্যুৎ পেয়ে চরাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরন হলো।
খবর২৪ঘন্টা/নই