লালপুর প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে বিক্ষোভ মিছিল করেছে লালপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বিক্ষোভ মিছিলটি সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের বাড়ি হতে শুরু করে লালপুর-ঈশ্বরদী সড়ক প্রদক্ষিন করে আবার তার বাড়ির আঙ্গিনায় গিয়ে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাঃ ইয়াছির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন কচি,সাধারণ সম্পাদক ও গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম মোলামসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল,সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ