লালপুর (নাটোর)প্রতিনিধি: জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা ও গোপালপুর পৌরসভা ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার ১ সেপ্টেম্বর সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের গৌরীপুরের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন কচির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর সভার মেয়র নজরুল ইসলাম মোলাম, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক সিদ্দিক আলী মিষ্টু, পৌর কাউন্সিলর আব্দুল বারী বাবলা প্রমূখ।
খবর২৪ঘন্টা/নই