লালপুর (নাটোর) প্রতিনিধি :রবিবার সকালে নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ইঞ্জিন উল্টে সবুজ আলী (১৭) নামের ঐ ট্রাক্টরের হেলপার নিহত হয়েছে। সবুজ উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আসলাম শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ বালুবাহী ট্রাক্টরের হেলপার ছিলো। সে সকাল ৮টার দিকে পদ্মার চর থেকে বালু নিয়ে আসার পথে চরের মধ্যেই ট্রাক্টরের ইঞ্জিন উল্টে গেলে ইঞ্জিনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্তা লালপুর থানায় কেউ কোন লিখিত অভিযোগ করে নি।
খবর ২৪ঘণ্টা/ নই