লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ শামিম (৩০) ও রকি (২৫) নামের দুই যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃত শামিম পাবনা জেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজ এবং রকি একই জেলার আরিফপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
লালপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল জানান, সোমবার রাতে উপজেলার বেরিলাবাড়ি তিন খুটি এলাকায় এস আই জাহাঙ্গীর আলম ও এএসআই খাইরুল ইসলামসহ পুলিশের একটি দল নিয়োমিত টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া দশটার দিকে বাঘা থেকে লালপুর গামী একটি সিএনজি চালিত অটো রিক্সায় তল্লাশি চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই