1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে ফুটবল খেলতে না দেয়ায় স্কুলে ভাংচুর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

লালপুরে ফুটবল খেলতে না দেয়ায় স্কুলে ভাংচুর

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মে, ২০১৮

লালপুর প্রতিনিধিঃ স্কুল ছুটির মুহুর্তে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগত ও সদ্য এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ফুটবল খেলতে না দেয়ায় নাটোরের লালপুর উপজেলার আড়বাব উচ্চ বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান,

রোববার বিকেলে বিদ্যালয় ছুটির সময় আড়বাব গ্রামের বহিরাগত নাজমুল, সদ্য এসএসসি পাস করা লিখন,ওবাইদুল,আনিসুর,শাহিন,মেহেদীসহ ১০-১৫ জন বালক বিদ্যালয়ে ফুটবল খেলতে চাইলে মাঠে বৃষ্টির পানি জমে থাকায় তাদের ফুটবল খেলতে বারন করা হয়। এ সময় তারা শিক্ষকদের উপর ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা ২০ জোড়া ব্রেঞ্চ, চেয়ার টেবিল ভাংচুর করে এবং অফিসের আলমারি ভেঙ্গে চারটি সেলিং ফ্যান ও কাগজ পত্র নিয়ে যায়। ঘটনাটি ছুটির সময় হওয়ায় অন্যান্য শিক্ষক ছিলনা ।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্মীকার করে জানান, ঘটনার সময় তিনি রাজশাহীতে ছিলেন, খবর পেয়ে সোমবার বিদ্যালয়ে গিয়ে ভাংচুর ও লুটপাটের বিষয়টি দেখেছি। এ বিষয়ে আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছে, স্থানীয়ভাবে বসে বিষয়টি সুরাহা করার পরামর্শ দেয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST