লালপুর ( নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুরে পূর্বশত্রুতার জেরে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হাসুয়াদিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার বিকেলে উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আহত গৃহবধূ রুমা ঈশ্বরপাড়া গ্রামের বাদশার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গৃহবধূ রুমা তার নিজ বাড়িতে প্রাইভেট পড়াচ্ছিলেন।এসময় একটি মোটরসাইকেলে মতলেব আলি, রানাও শফিকুল এসে রুমার স্বামী আহতের স্বামী বাদশার খোজ করতে থাকে। তাকে খুঁজে না পেয়ে হাসুয়া দিয়ে রুমাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় রুমাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে পাঠায়।লালপুর থানা ওসি সেলিম রেজা জানায়,’খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘন্টা/নই