1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লালপুরে পিতাকে জবাই করে হত্যার অভিযোগে পুত্র আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

লালপুরে পিতাকে জবাই করে হত্যার অভিযোগে পুত্র আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে জয়নুদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ পিতাকে ঘুমের ভিতর জবাই করে হত্যা করেছে তার নিজ পুত্র অটোভ্যান চালক হজো (৩৫) বলে অভিযোগ উঠেছে ।

সোমবার (২৭ আগষ্ট) সকালে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের ঢুলির মোড় নামক স্থানে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক পুত্রকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয়নুদ্দিন ও পুত্র হজোর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধ চলছিলো। এরই জের ধরে সোমবার ভোরে ঘুমন্ত পিতাকে ধারালো হাসুয়া দিয়ে জবাই করে হত্যা করে ঘাতক পুত্র। হজোর পরিহিত ট্রাউজার ও ব্যবহৃত স্যান্ডেলে রক্ত দেখে সন্দেহ হয় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়দের। খুনের বিষয়টি লালপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘাতক হজো আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের প্রেক্ষিতে হজো আলীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST