নাটোরের লালপুরে পূর্ব শক্রতার জের ধরে বাড়ীতে আগ্নিসংযোগ সহ বিথি খাতুন(৩০) নামের এক গৃহবধুকে সহ রফিকুল ইসলাম গাইসা (৫০) ও জিয়াউর রহমান (৩৫)কে হাসুয়া দ্বারা কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিথি ওই গ্রামের এনামুলের স্ত্রী ও রফিকুল ইসলাম একই গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র এবং জিয়াউর রহমান মৃত ফরজ মন্ডলের পুত্র। এই ঘটনায় লালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে। জানা যায়, শুক্রবার সকালে জখমকৃতদের আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে রফিকুল ইসলাম এর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিলকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য ঈশ্বরপাড়া গ্রামে সরকারী ১৮ বিঘার একটি খাস পুকুর দখলকে কেন্দ্রয় করে দীর্ঘ দিন যাবত ওই গ্রামের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে আসছে বলে জানা গেছে। এবিষয়ে লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, এঘটনায় ১২জনকে আটক করা হয়েছে । তিনি আরো বলেন,এব্যপারে লালপুর থানায় একটি মামলা হয়েছে।