লালপুর (নাটোর) প্রিতিনিধি: নাটোরের লালপুরে তাল গাছ থেকে পড়ে জুম্মা খাঁ (৫২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর পৌরসভার খাঁপাড়া গ্রামের মৃত মান্নান খাঁ এর পুত্র।
স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়,সোমবার সকালে জুম্মা খাঁ তার বাড়ি সংলগ্ন এক তাল গাছের রস সংগ্রহের জন্য গাছে উঠে। রস সংগ্রহের এক সময় হটাৎ করে গাছ থেকে সে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। বাদ যোহর গোপালপুর পৌর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে তার জানাযা শেষে দাফন করা হয়।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।