লালপুর (নাটোর) প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর পরিবর্তন রোধে বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজেলার দিয়াড়পাড়া এলাকায় দুই কিলোমিটার গ্রামীণ সড়কের দুই পার্শ্বে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির তিন শতাধিক বৃক্ষ রোপণ করেছে ওয়ালিয়া তরুণ সমাজ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান মাষ্টার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, ওয়ালিয়া তরুণ সমাজের সভাপতি আশিকুর রহমান, উপদেষ্টা ভাস্কর সরকার, কোষাধক্ষ চিত্তরঞ্জন, সদস্য নাজমূল হক, শহিনূর রহমান, মাহাবুল প্রমুখ।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।