নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সড়ক দূর্ঘটনা এক মোটরসাইকেল আরোহী নিহত। সোমবার বিকেলে সড়ক দূর্ঘটনায় ফয়েজুর রহমান রয়েল (৪৩) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। মৃত ফয়েজুল রহমান রয়েল ঈশ্বরদী উপজেলার আড়মবাড়িয়ার সেকের চর গ্রামের সিদ্দিুকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুর ৩টার দিকে লালপুর থেকে বাঘার উদ্দেশ্যে যাওয়ার সময় অমৃতপাড়া বাজারের কাছে রয়েল পৌছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়, মোটরসাইলের অপর আরোহী আনোয়ার হোসেন (৩৫) আহত হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল ঘটনাটির সত্যতা নি:শ্চিত করে জানান, বেলা ৩টার দিকে লালপুর থেকে বাঘার যাবার সময় অমৃতপাড়া বাজার এলাকায় রয়েল পৌছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে রয়েল ঘটনাস্থলে মারা যায়। লাশটি উদ্ধার করে নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন