লালপুর প্রতিনিধিঃ “নিরাপদ খাদ্যে ভরবো দেশ-সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে শুক্রবার নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর -বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সহকারি কমিশনার (ভূমি) মুহাঃ আবু তাহির, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসহাক আলী প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ