লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ওয়ালিয়া তরুণ সমাজের উদ্যোগে সোমবার (৫ মার্চ) সকালে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা সমাজসেবা অফিসার তানভীর বুলবুল খাঁন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নান্দরায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, ওয়ালিয়া তরুণ সামাজের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজিক বিজ্ঞান অনুষদের পিএইচ. ডি গবেষক ভাস্কর সরকার, আহবায়ক আশিকুর রহমান, সদস্য চিত্ত রঞ্জন কুমার প্রমুখ।
সেমিনার শেষে বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সন্ত্রাস প্রতিরোধে হাত তুলে শপথ গ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ