নাটোরের লালপুরে নিজের চায়ের দোকান থেকে মুজদার রহমান (২৮) নামের এক চা বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। তিনি উপজেলার নওদাপাড়া গ্রামের সাজদার আলী ছেলে। নিহতের পিতা সাজদার আলী জানান, তার ছেলে মুজদার উপজেরার নবিনগর গ্রামে তার শশুর বাড়িতে থাকতো এবং লালপুর ত্রীমোহীনিতে একটি দোকান ভাড়া নিয়ে চা এর ব্যবসা করতো। রবিবার দুপুরে ছেলে
তার শশুর বাড়িতে খেতে যায় কিন্তু বিকেল তিনটে পর্যন্ত থেকেউ রান্না হয়নি তাই না খেয়ে আবার দোকানে চলে আসে। রাতের কোন এক সময় তার নিজস্ব চায়ের দোকানের ভিতরে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলিয়ে পড়ে। সোমবার সকালে খবর পেয়ে লালপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে নিহতের পিতা একটি অভিযোগ দায়ের করেছে।
এস/আর