নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে কোটি টাকা মূল্যের ১ কেজি ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলো, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শিটুল মল্লিক (৩০) ও বিভাগ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে বাহারুল ইসলাম (৩২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নাটোর জেলার লালপুর থানাধীন পাইকপাড়া সেন্টার পোড়া শাকো ব্রীজের উপর অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী বাহারুল ইসলাম ও শিটুল মল্লিক কে ১ কেজি ৪০ গ্রাম হেরোইনসহ আটক করে। আসামীদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।