লালপুর (নাটোর) প্রতিনিধি: বুধবার রাত সোয়া দশটার দিকে মুষলধারে বৃষ্টির সাথে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে নাটোরের লালপুরে ঘর-বাড়ি,গাছ-পালা,ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, রাত দশটার পরপরই উপজেলার গোপালপুর, আব্দুলপুর, রায়পুর, চকনাজিরপুর, দিয়াড়পাড়া, ওয়ালিয়া, ধুপইল, লালপুর, সালামপুর, কেশবপুর, নান্দরায়পুর, সেকচিলানসহ বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে মুষলধারে বৃষ্টির পাশাপাশি কাল বৈশাখী বয়ে যায়। এসময় ওই সব এলাকার প্রায় ২৫-৩০টি ঘর-বাড়ির চাল উড়ে যায়, শত শত গাছ পালা ভেঙ্গে ও উপড়ে যায় এবং আম, লিচু ও ভুট্টার ব্যাপক ক্ষতি হয়।
গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যাপক ও উপজেলার দিয়াড়পাড়া গ্রামের তোফাজ্জল হোসেন জানান, রাত দশটার দিকে তার এলাকায় মুষলধারে বৃষ্টি শুর হয় এবং রাত সোয়া দশটার দিকে একটি শক্তিশালী দমকা হাওয়া বয়ে যায়। এতে তার এলাকার কয়েকটি ঘর-বাড়ির চাল উড়ে যায় এবং আম,লিচু,ভুট্টাসহ গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়।
খবর২৪ঘণ্টা, জেএন