লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পুলিশের গোয়েন্দা বিভাগের এক সদস্যসহ নতুন করে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ছয়ে। তবে ইতিমধ্যেই উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের দুই জন স্ব্যাস্থ্য কর্মী সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। নতুন আক্রান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করেছেন প্রশাসন।
বুধবার (২৭ মে) রাতে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম জানান,
নতুন আক্রান্তের মধ্যে এক জন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য এবং অপরজন টেক্সটাইল কর্মী। তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় ২৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ছয় জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে দুই জন সুস্থ হয়েছেন। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এঘটনার খবর পেয়েই তাৎক্ষনিক আক্তান্ত ব্যাক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই