নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ না পাওয়ায় মোমো খাতুন (১৬) নামের শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৮জুলাই ) দুপুরে উপজেলার জৈতদৌবকী গ্রামে এঘটনা ঘটে। মোমো একই এলাকার মহসিন আলীর মেয়ে ও লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে এ বছর লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ -৫ পাওয়ার আশা করে আসছিল। কিন্তু শুক্রবারে প্রকাশিত ফলাফলে তার জিপিএ- ৩.৮০ আসে। এ ফলাফল পাওয়ার পর থেকেই সে অনবরত কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটির একপর্যায়ে সবার অজান্তে নিজের ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, এসএসসির রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় আত্মহত্যা করেছে মেয়েটি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিএ/