লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার দাইড়পাড়া এলাকা থেকে মঙ্গলবার (৭ আগষ্ট) ভোরে অভিযান চালিয়েএক’শ ৪৫ বোতল দেশীয় চোলাই মদ সহ কামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটক কামাল উপজেলার গোসাইপুর গ্রামের মৃত আব্দুল গাফফার এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের ওসি তদন্ত তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাইড়পাড়া এলাকায় আজ ভোরে অভিযান চালায়। এ সময় বস্তা কাধে নিয়ে কামাল হোসেন পায়ে হেটে যাচ্ছিলেন। সন্দেহ হলে বস্তা তল্লাশি কালে ১ শত ৪৫ বোতল দেশীয় চোলাই মদ পাওয়া যায়। যার মধ্যে ৪৫ টি বোতল বড় ও ১ শত ছোট বোতল রয়েছে। চোলাই মদের বোতল সহ কামাল হোসেনকে এ সময় আটক করা হয়।
আটকের সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আটক কামালকে নাটোর জেল হাজতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারী যেই হোক না কেন তার ছাড় নেই।
খবর২৪ঘণ্টা.কম/জেএন