লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইয়াবাসহ ইয়াছিন আলী (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ। সে উপজেলার বৈদ্যনাথপুর মহল্লার নাজিমুদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, সোমবার রাতে এসআই আজিজ এর নেতৃত্বে পুলিশের একটি দল লালপুর উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উল্লেখ্য ইয়াছিন আলী গোপালপুর পৌরসভার কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা জামিরুল হত্যা মামলার অন্যতম আসামি।
খবর২৪ঘন্টা/নই