লালপুর(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে এক ইউপি সদস্যকে তিন বছর আগে টাকা দিয়েও প্রতিবন্ধী ভাতার কার্ড মেলেনি বৃষ্টি আকতার নামের এক এতিম প্রতিবন্ধী শিক্ষার্থীর । অনেক ঘুরে কার্ড না পেয়ে অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ নিয়ে অভিযোগ করেছেন ৮ম শ্রেনীতে পড়–য়া ওই শিক্ষার্থী।
বৃষ্টি আকতার জানান, ‘সে একজন এতিম ও শারিরিক প্রতিবন্ধী শিক্ষার্থী। প্রায় আট বছর আগেই তার বাবা মারা যান। বাবা মারা যাবার পর থেকেই সে তার ছোট ভাই মাইনুলকে নিয়ে ৩ নং চংধুপইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পোকন্দা গ্রামে নানী চাইনা বেগমের সাথে থাকে। মা মনোয়ারা বেগম গার্মেন্সে চাকরি করে তাদের সংসার পরিচালনা করে। সে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। নানা কষ্টের মধ্যেও পড়ালেখা চালিয়ে যাচ্ছে। ওই ইউনিয়নের পোকন্দা ৭নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম তাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেয়ার জন্য তিন বছর পূর্বে তার কাছ থেকে দুই হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে তিনি কার্ড না করে দিয়ে বিভিন্ন ভাবে তাকে ঘুরাচ্ছে। উপায়ান্তর না দেখে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি’।
এ ব্যাপারে ইউপি সদস্য কামরুল ইসলাম টাকা নেয়ার কথা অস্বীকার করে জানান, এটা পূর্বের একটা জের ছিল, প্রতিবন্ধী ভাতা বিষয়ে তার কাছ থেকে আমি কোন অর্থ গ্রহন করিনি।
এ ব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, মহিলা বিষয়ক কর্মকর্তাকে খোঁজ খবর নেয়ার জন্য বলা হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘন্টা/নই