লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে আবু সাঈদ টুটুল নামের এক বালু উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মালিথার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যার দিকে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমান আদালত লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর বালুরঘাট এলাকায় অভিযান চালান। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে মাটি ও বালি ব্যবস্থাপনা আইন-২০১০ এর (১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।খবর২৪ঘন্টা /এবি