লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরের বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক, খবর২৪ঘন্টার লালপুর উপজেলা প্রতনিধি, যায়যায়দিন পত্রিকার লালপুর উপজেলা সংবাদদাতা, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক,দৈনিক প্রান্তজন পত্রিকার স্টাফ রিপোর্টার সহ জাতীয়,আঞ্চলিক, অনলাইন পত্রিকার প্রতিনিধি এবং কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলামের পিতা মোঃ শহিদুল ইসলাম (৬৬) গত রোববার বিকেল চার ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র, দুই কন্যা, নাতী,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন সন্ধা সাড়ে সাতটার সময় কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি ১৯৫২ সালের ২জুন কেশবপুরে এক সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি শহীদ পরিবারর সদস্য। তাঁর বড় ভাই আব্দুল মজিদ ১৯৭১ সালে নর্থবেঙ্গল সুগার মিলে পাকিস্থানীদের হাতে শহীদ হন। তিনি নিজে দেশের জন্য যুদ্ধ করেছেন। তবে তার রাষ্ট্রের স্বীকৃতি মেলেনি।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সমতপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের মাগফিরাত কামনা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূইয়া, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ কে আজাদ সেন্টু,লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন,লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য আলাউদ্দিন জালাল, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর শাখার সভাপতি সালাহ্ উদ্দিন, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ,সাপ্তাহিক লালপুর বার্তা, পদ্মা প্রবাহ ও উত্তরাঞ্চল নিউজ ২৪ ডট কম পত্রিকা পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীবুন্দ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।