লালপুর(নাটোর) প্রতিনিধি: মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় কলেজের অধ্যক্ষ বেলাল হোসেনের সভাপতিত্বে কলেজ চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)
আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী। কলেজের মার্কেটিং বিভাগের
অধ্যাপক হাবিবুর রহমান লিটনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালপুর থানা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অশোক সরকার, দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী মাহাফুজা আনিকা শেতু, তাবাসসুম প্রমূখ। অনুষ্ঠানে থানা আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভুইয়া, আব্দুস সাত্তার হিরু সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।