লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে।
লালপুর উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা খাতুন তাকে জানিয়েছেন যে, বুধবার রাতে বিদ্যালয়ের দরজার তালা ও জানালার গ্রিল ভেঙ্গে কে বা কাহারা অফিস কক্ষে প্রবেশ করে আলমারি থেকে নগদ ১০,০০০( দশ হাজার) টাকা, সরকার প্রদত্ব ল্যাপটপ ও অফিসের গুরুত্বপুর্ন কাগজ পত্র চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা খাতুন লালপুর থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা খাতুনকে তার মুঠোফোনে (০১৭৩৭৫৭৪০৪২) ফোন করলে তিনি বাইরে আছেন বলে ফোন কেটে দিয়েছেন,পরে বার বার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি।
খবর২৪ঘণ্টা, /জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।