চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ৬৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পঞ্চম ওভারে ফিরে যান তামিম ইকবাল। কেমার রোচের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন এই ওপেনার।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাদমান। দলীয় ৬৬ রানের মাথায় ফিরে যান নাজমুল। ৫৮ বলে ২৫ রান করে রানআউট হন তিনি। ৮২ বলে ৩৩ রান তুলেছন সাদমান। তার সঙ্গে ১৯ বল খেলে ২ রান তুলে ক্রিজে রয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেন মোসলে, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।
বাংলাদেশ: মুমিনুল হক, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জেএন