বিনোদন ডেস্ক: ভারতের বক্স অফিসে একাই রাজত্ব করে চলেছে ‘বাধাই হো’। পাঁচ সপ্তাহে ২০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ইতিমধ্যে এই ছবি! ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। সব মিলিয়ে এখন দারুনভাবে সানিয়া লাইমলাইটে চলে এসেছেন। এর আগে আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
তবে খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে এই অবস্থাটা তৈরি করতে। প্রায় ১০ হাজার জনের মধ্যে থেকে অডিশনে সুযোগ পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে মুম্বই পাড়ি দেন। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এ পপ্রথম ১০০তে ছিলেন তিনি।
বিজ্ঞাপনী ছবিতে অভিনয় শুরু করেন। অথচ এই সানিয়ারই ছোটবেলায় কথা বলার কিছু সমস্যা ছিল। ববিতা ফোগতের চরিত্রই সানিয়াকে পরিচিতি দেয়। তবে তার আগে আমির খানের প্রোডাকশনে ইন্টার্ন হিসাবে কাজ করেছেন তিনি। তাই প্রোডাকশনের বিভিন্ন কাজ, এমনকি ছবি সম্পাদনা, ভিএফএক্স সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি।
ছবি আঁকতে খুবই ভালবাসেন সানিয়া। অসম্ভব ভালবাসেন পোষা প্রাণী। সানিয়া ব্যালে ডান্সিংয়ে পারদর্শী। ‘বাধাই হো’-তে তাকে দেখা গিয়েছে একটি নাচের দৃশ্যেও। প্রশংসিতও হয়েছে সেই নাচ।
খবর ২৪ঘণ্টা/ নই