খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ফিল্মফেয়ারের মঞ্চে কালো গাউন পরে হাজির হয়েছিলেন তিনি। অসাধারণ লাগছিলও তাঁকে। কিন্তু, কেন অমন পোশাক পরে ফিল্মফেয়ারের মঞ্চে হাজির হয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয় ‘সনম রে’ অভিনেত্রী ঊর্বশী রৌতেলার বিরুদ্ধে। শুধু তাই নয়, ঊর্বশীকে ‘লাজলজ্জাহীন’ বলেও আক্রমণ করা হয় নেটিজেনদের একংশের তরফে।
প্রাক্তন মিস ইন্ডিয়া ঊর্বশী রৌতেলা যখন কালো গাউন পরে ঝলমলিয়ে ওঠেন, সেই সময় কেউ কেউ তাঁকে অশ্লীল কটূক্তি করতে শুরু করেন। ‘একজন গরিবও শরীর ঢাকার জন্য অর্থ উপার্জন করেন। কিন্তু, জনপ্রিয়তা অর্জনের জন্য আপনারা কেন এইভাবে শরীর দেখানো পোশাক পরেন’ বলে কটাক্ষ করা হয়। ‘বক্ষ যুগল আর দেখাবেন না’ বলেও কেউ কেউ হুমকি দিতে শুরু করেন বলিউডের এই অভিনেত্রীকে।
কারও মতে আবার ঊর্বশী ‘ভারতীয় সংস্কৃতি ধ্বংস’ করছেন। ‘মার্কিন সংস্কৃতিতে শরীর দেখানোর রীতি থাকলেও, ভারতীয় সংস্কৃতিতে তা নেই’ বলেও বেশ কয়েকজন ফুঁসে ওঠেন ঊর্বশীর বিরুদ্ধে। যদিও, একাধিক আক্রমণের মুখে পড়েও এবিষয়ে কোনওরকম পাল্টা মন্তব্য করেননি ঊর্বশী।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন