খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লকডাউনে ষাঁড়ের লাড়াইয়ের আয়োজন করায় ইউপি সদস্যসহ দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার গাঁওকান্দিয়া ইউপির শ্রীপুর গ্রামে ষাঁড়ের লড়াই হয়।
স্থানীয়রা জানায়, শ্রীপুর গ্রামের ডেংবাড়ির খেলার মাঠে সুজন মিয়া ও মুন্সিপাড়ার আব্দুল মালেকের ষাঁড়ে লড়াই করে। এরপর একই মাঠে পাশের গ্রাম থেকে আরো দুইটি ষাঁড় এনে লড়াই করানো হয়। লড়াই দেখতে মাঠে শতাধিক মানুষ ভিড় করেন। ওই ষাঁড়ের লড়াইয়ের নেতৃত্বে ছিলেন গাঁওকান্দিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিক মিয়াসহ কয়েকজন।
ইউএনও ফারজানা খানম জানান, খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে ষাঁড়ের লড়াই বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন ও পুলিশ। এ সময় একটি ষাঁড়সহ ইউপি সদস্য রফিক মিয়া ও গরু ব্যবসায়ী রেনু মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দল মতিন মোতালেবকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য রফিক মিয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ