করোনা ভাইরাস (কোভিড-১৯) উপলক্ষে চলমান লকডাউন কার্যকরে র্যাব-৫, রাজশাহী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ শনিবার র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল জিয়াউর রহমান তালুকদার, পিএসসি র্যাবের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তিনি সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থানকালীন দুপুর ১২টার দিকে মিডিয়ার সামনে লকডাউন কার্যকরে র্যাবের ভ‚মিকা উল্লেখ করে বলেন যে, করোনা ভাইরাস (কোভিড-১৯) উপলক্ষে বাংলাদেশ
সরকার কর্তৃক ঘোষিত চলমান লকডাউন কার্যকরের জন্য র্যাব-৫ এর দায়িত্বপূর্ণ ৫টি জেলায় নিয়মিত টহল ও চেকপোস্টের মাধ্যমে জনসমাগম প্রতিহত করা হচ্ছে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অসহায় ও দরিদ্রদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন সর্বোপরি লকডাউন কার্যকরে র্যাব-৫, রাজশাহী কঠোর অবস্থানে রয়েছে। এ সময়ে র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।