নিজস্ব প্রতিবেদক : র্যাবের হাতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও পিকাপ জব্দ করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার বুড়িচং থানার পাইকাটা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫) ও মৃত শামসুলের ছেলে সাইফুল ইসলাম (৩২)।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট নান্দাইল দিঘী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও একটি পিকাপ জব্দ করে।
এমকে