র্যাব-৫ রাজশাহীর হাতে ১ কোটি ২৯ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৯০ গ্রাম হেরোইনহ মাসুম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক ব্যক্তি বগুড়া জেলার কাহালু থানার পাল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে। গত শনিবার (৪ আগস্ট) রাতে তাকে আটক কার হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্য হেরোইন নিয়ে রাজশাহী থেকে পাবনাগামী লোকাল যাত্রীবাহী বাস যোগে নাটোরের দিকে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাবের ওই দলটি নাটোর জেলার সদর থানাধীন বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং ষ্টেশন এর সামনে মহাসড়কের উপর পৌঁছে
চেকপোষ্ট পরিচালনা শুরু করে। চেকপোষ্ট চলাকালীন যাত্রীবাহী মাছরাঙ্গা নামক পরিবহণ (যার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৯৬১৭) পৌঁছালে বাসটিকে থামানোর সিগন্যাল দিয়ে বাসটি থামানো হয়। এ সময় একব্যক্তি বাসের মূল দরজা দিয়ে নেমে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তার দেহ তল্লাশিকালে কোমরে পেঁচানো লুঙ্গির নিচে একটি সোয়েটারের ছেড়া হাতার ভিতরে বিশেষভাবে রক্ষিত প্যাকেটে থাকা ১ কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নাটোর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। আটককৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর