নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদেশী পিস্তল ও গুলিস এবং ম্যাগজিনসহ ভারতীয় স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিবুর থানার ধুমবালু কলোনি গ্রামের মৃত রাম পরিয়াক চৌধুরীর ছেলে রাম বিলাস (৫৫) ও তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহরি সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি দল
গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ৩নং দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামস্থ পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প থেকে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস