নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিদেশী পিস্তল, অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ পরশ আলী (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে শিবগঞ্জ উপজেলার বড়গাছি গ্রামের সাইদ আলীর ছেরে। ২ তারিখ সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২ তারিখ সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মফিজমোড় এলাকায় অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল,৪ টি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলিসহ পরশ আলীকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর