খবর২৪ঘণ্টা ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামারছাড়া ইউনিয়নের নোনাছড়িতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে। এতে জয়নাল আবেদীন ওরফে জয়নাল (৩০) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে অপর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব, যাদের নাম শাহজাহান (৩৩) ও আবছার (৩৫)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্ব নোনাছড়ি এলাকায় এ ‘গোলাগুলির’ ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জয়নাল ডাকাত ওই এলাকার মুফিজুর রহমান প্রকাশ মজু বলীর ছেলে।
অভিযানের সময় একই এলাকার এলাদনের ছেলে সন্ত্রাসী শাহজাহান (৩৩) ও ফজল করিমের ছেলে আবছারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পূর্ব নোনাছড়ি এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে তালিকাভুক্ত ডাকাত জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল নিহত হন।
এমকে