নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহীর চলমান মাদক বিরোধী অভিযানে ৫১ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২০ মে জেলার সদর থানার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ৮ জন মাদকসেবীকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও তিন জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল একই দিনে জেলার সদর থানাধীন স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে ১২ জন মাদকসেবী’কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে জেল ও ৫ জন মাদকসেবী’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানাপৈল এলাকায় অভিযান ৩ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে জেল দেওয়া হয়।
রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৮ জন মাদকসেবীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ২১ জন মাদকসেবী’কে বিভিন্ন মেয়াদে কারাদ- ও ৭ জনকে ৩০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
খবর২৪ ঘণ্টা/এমকে